ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

‘কাভি খুশি কাভি গম’ সিনেমার বাদ যাওয়া দৃশ্য ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২৫ মার্চ ২০২৩   আপডেট: ২১:৩৬, ২৫ মার্চ ২০২৩
‘কাভি খুশি কাভি গম’ সিনেমার বাদ যাওয়া দৃশ্য ভাইরাল

বলিউডের আলোচিত জুটি শাহরুখ খান ও কাজল। এ জুটির অন্যতম জনপ্রিয় ‘সিনেমা কাভি খুশি কাম গম’। করণ জোহর পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যে ২২ বছর পার করে ফেলেছে। 

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘কাভি খুশি কাম গম’। শাহরুখ খান ও কাজলের পাশাপাশি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হৃতিক রোশান, কারিনা কাপুর, রানি মুখার্জির মতো অভিনেতা-অভিনেত্রীদের দাপটে সিনেমাটি হয়েছিল সুপারহিট।

২২ বছর পরও সিনেমাটি নিয়ে দর্শকদের ক্রেজ কমেনি। তারই প্রমাণ আবারো মিললো, সিনেমাটি থেকে বাদ যাওয়া কিছু দৃশ্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর।

আরো পড়ুন:

কিছুদিন আগে টুইটারে ‘কাভি খুশি কাভি গম’ সিনেমা থেকে বাদ যাওয়া কিছু দৃশ্যের একটি ভিডিও পোস্ট হয়। এতে কোনো দৃশ্যে শাহরুখ-কাজলকে নাচ করতে দেখা যাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে অমিতাভ এবং শাহরুখ হেলিকপ্টারে উঠছেন। অদেখা দৃশ্যের ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পরপর রিটুইট হতে থাকে সেই ভিডিও। 

তবে শুধু টুইট-রিটুইটেই থেমে থাকেননি ভক্তরা। ক্ষোভ উগরে দেন সিনেমাটির নির্মাতাদের উপরেও। একজন লিখেছেন, ‘সিনেমা থেকে এই দৃশ্যগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত যিনি নিয়েছিলেন, তিনিই এই সিনেমার সবচেয়ে বড় ভিলেন।’ আর একজন লেখেন, ‘বলিউডের অন্যতম সেরা জুটির এতো সুন্দর দৃশ্যগুলো কে বাদ দেয়! এতোগুলো ভালো দৃশ্য সিনেমাটি থেকে মুছে ফেলা হয়েছিল!’

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়