ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

জায়েদ খানের সদস্য পদ নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত: ১৭:২২, ২ এপ্রিল ২০২৩   আপডেট: ১৭:২৪, ২ এপ্রিল ২০২৩
জায়েদ খানের সদস্য পদ নিয়ে ধোঁয়াশা

চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সদস্যপদ বাতিলের জন্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনিবাহী পরিষদ। কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথাই জানালেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

রোববার (২ এপ্রিল) বিকেলে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনের উদ্যানে এক সংবাদ সম্মেলনে সাইমন বলেন, জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে পরক্ষণেই আবার বলেন, এটা চূড়ান্ত নয়। সাইমন বলেন, বাতিল করার জন্য উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে। 

আরো পড়ুন:

তবে মিটিংয়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী ও কার্যনির্বাহী কমিটির সদস্য অরুণা বিশ্বাস সদস্য পদ বাতিলের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন বলে জানা গেছে।

রাহাত/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়