বঙ্গবাজারে পুড়ে যাওয়া জামা কিনলেন মিম ও রাফসান
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকাহত পুরো দেশ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে শোকবার্তা ও প্রার্থনা।
এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। তিনি আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে। এছাড়া তার ছোটভাই রাফসানও কিনেছেন জিন্স।
আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে।
জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।
পোস্টে আরও লেখা হয়েছে, ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট, তবুও সকলকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইল। উল্লেখ্য লোক সংকটে আমাদের রেসপনস করতে দেরি হচ্ছে। কৃতজ্ঞতা বিদ্যা সিনহা মিমকে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
/সুকান্ত/সাইফ/
- ৮ মাস আগে দুর্ঘটনা নাকি নাশকতা, অনুসন্ধানে গোয়েন্দারা
- ৮ মাস আগে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করছে জেলা প্রশাসন
- ৮ মাস আগে পোড়া ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যবসায়ীদের
- ৮ মাস আগে ‘৩-৪ দিনের মধ্যে তালিকা করে ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে’
- ৮ মাস আগে আমরা সাধ্যমতো ব্যবসায়ীদের সহযোগিতা করবো: মির্জা আব্বাস
- ৮ মাস আগে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী অনুদান দেবেন: তাপস
- ৮ মাস আগে আগুনে ছাই হলো হাজারো স্বপ্ন
- ৮ মাস আগে বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন
- ৮ মাস আগে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ মাস আগে বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড় কিনছে বিদ্যানন্দ
- ৮ মাস আগে ৯৯৯ সেবা পুনরায় চালু
- ৮ মাস আগে ‘যারা মার্কেট সরাতে চেয়েছিল, তারাই আগুন লাগিয়েছে’
- ৮ মাস আগে ‘পাঁচটি ওয়াটার ক্যানন ও ২ হাজার পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে’
- ৮ মাস আগে বঙ্গবাজারের আগুনে নিঃস্ব ব্যবসায়ীরা
- ৮ মাস আগে ‘মার্কেটটি ছিলো ঝুঁকিপূর্ণ, ১০ বার নোটিশ দিয়েছিলাম’