ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

লাখ টাকায় পোড়া জিন্স-শাড়ি কিনলেন অপূর্ব-সাবিলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৭ এপ্রিল ২০২৩   আপডেট: ১২:০২, ৭ এপ্রিল ২০২৩
লাখ টাকায় পোড়া জিন্স-শাড়ি কিনলেন অপূর্ব-সাবিলা

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারী ছুঁয়ে গেছে দেশের তারকাশিল্পীদের মন। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। ভারাক্রান্ত বিনোদন অঙ্গনের মানুষেরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দুঃখ প্রকাশ করেছেন।

বঙ্গবাজারে আগুনে আংশিক পোড়া কাপড় কিনছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ১ লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া একটি জিন্স প্যান্ট ও শাড়ি কিনেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাবিলা নূর। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে সংগঠনটি জানিয়েছে, জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ১ লাখ টাকায় একটি পোড়া জিন্স কিনেছেন। অন্যদিকে অভিনেত্রী সাবিলা নূর ১ লাখ টাকায় পোড়া একটি শাড়ি কিনেছেন। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকানিদের স্বার্থে এগুলো কিনেছেন তারা। এসব পোড়া কাপড় এবারের ঈদে সেরা কালেকশন হিসেবে থেকে যাবে।

আরো পড়ুন:

এ বিষয়ে সাবিলা নূর বলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারাও করুন। আপনার আমার সাহায্যে ক্ষতিগ্রস্ত যারা তারা পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন।’

নগদ এক কোটি টাকা তুলে তা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দিতে চায় সংগঠনটি। সচেতনতা বাড়াতে তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করার কথা আগেই জানায় সংগঠনটি। তারই ধারাবাহিকতায় অনেকে যুক্ত হয়েছেন।

অপূর্ব-সাবিলা ছাড়াও বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড় কিনেছেন— গায়ক তাহসান খান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, নিপুণ, গায়িকা কোনাল প্রমুখ।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়