ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘মানুষ ভাঙ্গে মানুষের অন্তর’

প্রকাশিত: ২০:৪৯, ১৫ এপ্রিল ২০২৩   আপডেট: ১৫:৫৪, ১৬ এপ্রিল ২০২৩
‘মানুষ ভাঙ্গে মানুষের অন্তর’

‘আপন মানুষ চেনা বড়ই দায়’ খ্যাত গীতিকার জসিম উদ্দিন আকাশের কথায় এবার গেয়েছেন বর্তমান সময়ের কন্ঠশিল্পী সাথী খান।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘মানুষ ভাঙ্গে মানুষের অন্তর’ শিরোনামের গানটি। এর সংগীত আয়োজন করেছেন তামজিদ আহসান।

গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, সত্যিই মানুষ ভাঙ্গে মানুষের অন্তর। বতর্মানে নিজের স্বার্থের জন্য ভাই, বন্ধু ও রক্ত সম্পর্ক হলেও কেউ কাউকেই ছাড় দিতে চায় না। সত্য-মিথ্যা যাচাই-বাছাই করতে চায় না। চোখের দেখা সবকিছু সত্যি হয় না। এই গানটি নয় লাইনের গান, আর নয়টি লাইন মানুষের বাস্তবতা নিয়ে লেখা। আমি বিশ্বাস করি একদিন বিডি২৯ মাল্টিমিডিয়াও জসিম উদ্দিন আকাশের গান দিয়ে পুরো পৃথিবীর বাংলা ভাষার মানুষের মনে জায়গা করে নেবে। যুগের পরে যুগ বেচেঁ থাকবে আমাদের গানগুলো মানুষের হৃদয়ে। 

আরো পড়ুন:

কন্ঠশিল্পী সাথী খান বলেন, জসিম উদ্দিন আকাশের লিখনি আমার কাছে অনেক ভালো লেগেছে। আরো বেশি ভালো লাগার বিষয় হলো, জসিম উদ্দিন আকাশ সুদূরপ্রবাসী হয়েও বাংলাদেশের সংগীত নিয়ে চিন্তা করেন এবং একটির পর একটি গান উপহার দেন।  আমি চেষ্টা করেছি খুব দরদ দিয়ে ‘মানুষ ভাঙ্গে মানুষের অন্তর’ গানটি গাওয়ার। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়