ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

শাকিবকে টপকে গেলেন অনন্ত

প্রকাশিত: ১৬:৩০, ১৬ এপ্রিল ২০২৩   আপডেট: ২২:০৪, ১৬ এপ্রিল ২০২৩
শাকিবকে টপকে গেলেন অনন্ত

আর কদিন পরই পবিত্র ইদুল ফিতর। এরই মধ্যে চলচ্চিত্র পাড়া ও সিনেমা হলগুলোতে ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

এবার ঈদে মুক্তির মিছিলে রয়েছে ৯টি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘জ্বীন’, ‘পাপ’, ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘আদম’, ‘লোকাল’, ‘শত্রু’ ও ‘টোকাই’। 

মুক্তির মিছিলে থাকা এই সিনেমাগুলোর মাঝে আলোচনায় আছে শাকিব-বুবলীর ‘লিডার আমিই বাংলাদেশ’ ও অনন্ত-বর্ষার ‘কিল হিম’। 

আরো পড়ুন:

সুপার হিরো শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা তপু খান। এটি তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র। ৩ দিন আগে সিনেমাটির প্রথম গান প্রকাশ পায়। ‘কথা আছে’ শিরোনামের ভিন্ন ঘরানার গানটি গেয়েছেন ‘গালি বয় রানা’খ্যাত সংগীতশিল্পী তাবিব মাহমুদ। গানটি প্রকাশের পর শাকিব খান তার ফেসবুক পেজে সেটি শেয়ার দেন। গানটি এখন পর্যন্ত দেখেছেন চৌদ্দ লাখ মানুষ।

অন্যদিকে অনন্ত-বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে বড় পর্দায় নাম লিখালেন প্রযোজক ইকবাল। তিন দিন আগে সিনেমাটির টিজার মুক্তি দেয়া হয়েছে। টিজারটি অনন্ত জলিল তার ফেসবুকে শেয়ার দিয়েছেন। এখন পর্যন্ত টিজারটি দেখেছেন প্রায় তেইশ লাখ মানুষ। 

ভিউয়ের হিসেবে ইতোমধ্যে শাকিব খানকে পিছনে ফেলে এগিয়ে আছেন অনন্ত জলিল। তবে ঈদে সিনেমা হলে জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে থাকবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়