ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

গেছো মিমি (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২১ মে ২০২৩   আপডেট: ১৭:৪৩, ২১ মে ২০২৩
গেছো মিমি (ভিডিও)

রেলিং ঘেঁষে বেড়ে উঠেছে জামরুল গাছ। নিচে দাঁড়িয়ে কয়েকটি জামরুল পাড়েন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছুক্ষণ পর রেলিং বেয়ে উপরে উঠে জামরুল পাড়তে থাকেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন— ‘সর্বশেষ একটা ডে-অফ মিলেছে। দিনটা নিজের মতো করে কাটালাম।’ একজন সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রীকে এমন সাধারণ রূপে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘দারুণ, আজকে বাচ্চা রূপটা দেখালে। খুব সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘ম্যাম, আপনি এরকম ন্যাচারাল থাকুন।’ কেউ কেউ বলছেন, ‘গেছো মিমি।’

এ ভিডিওতে মিমি চক্রবর্তী জানান, লকডাউনের সময়ে জামরুল গাছটি লাগিয়েছিলেন মিমির বাবা। কয়েক বছরের মধ্যেই গাছটি এত বড় হয়ে গিয়েছে।

আরো পড়ুন:

মিমির পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন আবির চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল প্রমুখ। এটি পরিচালনা করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। আগামী পূজায় এটি মুক্তি পাবে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়