ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

পর পর দুই দিন ‘রিমান্ড’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৩১ মে ২০২৩   আপডেট: ১৩:১৬, ৩১ মে ২০২৩
পর পর দুই দিন ‘রিমান্ড’

ফের মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘রিমান্ড’। আগামী ২ ও ৩ জুন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে এটি। রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনায় রয়েছেন শুভাশিস সিনহা। রেপার্টরি নাট্যদল হৃৎমঞ্চের প্রযোজনা এটি।

নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘এ নাটকের মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।’

আরো পড়ুন:

‘রিমান্ড’ নাটকের মূলে আছে একজন লেখকের ব্যক্তিগত দর্শন। যিনি নৈরাজ্যবাদী। নিজস্ব মতাদর্শ প্রচার, ব্যক্তিক আদর্শ কিংবা আধিপত্যের জন্য মায়াজাল বিস্তার করেন লেখায়। তরুণদের মধ্যে উসকে দেয় জীবনবিধ্বংসী নানা প্রবণতা। নানা অঘটনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দার জেরার সম্মুখীন হতে হয় তাকে। গোয়েন্দা কর্মকর্তার প্রশ্নাত্মক ধারায় ফুটে উঠতে থাকে লেখকের ভাবনাগুলো। নাট্যকার নৈরাজ্যবাদিতার এপিসটোলজিক্যাল স্বরূপসহ সাহিত্য-ইতিহাসের নানা উপাদান ব্যবহার করে তুলে এনেছেন লেখকের মনোদর্শন। গোয়েন্দা কমকর্তা চান প্রেম-ভালোবাসা, মানবতাবোধ। যেখানে দৈহিক কামনা নয়; প্রেম-মমতাপূর্ণ সম্পর্কই জীবনকে পূর্ণতা দিতে পারে।

নাটকটিতে লেখকের চরিত্রে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর। পুলিশ কর্মকর্তার চরিত্রে রয়েছেন জ্যোতি সিনহা। তা ছাড়াও অভিনয় করছেন— কামাল উদ্দীন কবির, সজীব হোসেন, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, শম্পা।

‘রিমান্ড’ নাটকের মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির। আলো পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনায় আইরিন পারভিন লোপা, দ্রব্যসামগ্রী পরিকল্পনায় শাহনাজ জাহান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়