মেহজাবীনের পোস্টে অন্য ‘গন্ধ’ পাচ্ছেন নেটিজেনরা
হালের আলোচিত অভিনেতা শরীফুল রাজ। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত কারণে অধিক আলোচিত। গত ২৯ মে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও। তাতে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা যায়। এরপর থেকে ‘টক অব দ্য কান্ট্রি’-তে রূপ নিয়েছে বিষয়টি।
এ ঘটনা নিয়ে যখন টালমাটাল অবস্থা, তখন এক ভিন্ন বার্তা দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বুধবার (৩১ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। এ ছবিতে দেখা যায়, ভারতীয় টিভি সিরিয়ালের এক নারী শিল্পীকে। ছবির ওপরে লেখা, ‘তর্ক করার জন্য জীবন খুবই ছোট; তাই ল্যাপটপ পরিষ্কার করুন এবং এগিয়ে যান।’
টিভি সিরিয়ালের দৃশ্যে এ অভিনেত্রীকে ল্যাপটপ ধুতে দেখা যায়। কিন্তু এ ছবি পোস্ট করার মাধ্যমে মেহজাবীন কী বার্তা দিলেন তা নিয়ে চলছে আলোচনা। নেটিজেনদের অনেকের দাবি— মেহজাবীনের পোস্টে অন্য গন্ধ পাচ্ছেন তারা।
হৃদয় নিশো নামে একজন লিখেছেন, ‘তুমি খুব চতুর। অন্য কিছুর ঘ্রাণ পাচ্ছি।’ আরমান হোসেন আশিক লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে উপযুক্ত পোস্ট।’ ইয়াসিন আরাফাত রনি লিখেছেন, ‘তুমি এই পোস্টের মাধ্যমে কি বুঝাতে চেয়েছো, তা আমি বুঝতে পারছি।’ আব্দুল হান্নান হাবিব লিখেছেন, ‘সুযোগ পেয়ে বাঁশটা দিয়ে দিলেন।’
আবু সাঈদ রোমান লিখেছেন, ‘হালকা করে রোস্ট করে দিলেন।’ মোহাম্মদ হাবিব লিখেছেন, ‘তানজিন তিশার জন্য বড় একটি বার্তা।’ রাকিব ব্যাপারি লিখেছেন, ‘এটা মজা নয়। আমি বুঝতে পারছি, তুমি কি বলতে চেয়েছো।’ সাইফুদ্দিন ফুয়াদ লিখেছেন, ‘মতিষ্কের শতভাগ ব্যবহার করলে, এটি একটি সেরা উদাহরণ।’
ঢাকা/শান্ত