ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ঢাকায় কনসার্টে গাইবেন অনুপম রায়

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৩ জুন ২০২৩   আপডেট: ২০:১৩, ৩ জুন ২০২৩
ঢাকায় কনসার্টে গাইবেন অনুপম রায়

ঢাকায় কনসার্টে গাইবেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। এই কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন্স। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্নব ও মেঘদল গান গাইবে। 

পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম বলেন, দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে। জুনের মাঝামাঝি টিকিট বিক্রি শুরু হবে। 

এর আগে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে ১০ মার্চ ঢাকা এসেছিলেন অনুপম রায়। সেদিন নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেন তিনি।

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়