ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

মঞ্চে সারা যাকেরের নতুন নাটক ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৮ জুন ২০২৩  
মঞ্চে সারা যাকেরের নতুন নাটক ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’

নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘অন্তরে বাহিরে চিত্রাঙ্গদা’। শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। পরের দিন সন্ধ্যায় একই মঞ্চে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে। 

মহাভারতের আদিপর্বে বর্ণিত চিত্রাঙ্গদা ও অর্জুনের প্রেমের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন তার প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। নাগরিক নাট্য সম্প্রদায়ের ৪৭ তম এই প্রযোজনার পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন সারা যাকের। 

নির্দেশক সারা যাকের বলেন, ‘রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা নাটকটি একটি নারীবাদী নাটক। আর এজন্য নাটকটি বেছে নিয়েছি। চিত্রাঙ্গদার যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, তা হচ্ছে তার অন্তর্দ্বন্দ্ব। যে বিষয় নিয়ে সে বারবার ছুটে যায় মদনের কাছে এবং তাকে কথাগুলো বলে। সবাইকে অন্তর্দ্বন্দ্বের এই রূপায়ন দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’ 

আরো পড়ুন:

চিত্রাঙ্গদা চরিত্র রূপায়ন করছেন ফারজানা মুক্তা। নিজের চরিত্রের বিষয়ে তিনি বলেন, ‘চিত্রাঙ্গদা মহাভারতের একটি চরিত্র। অর্জুনের তৃতীয় স্ত্রী এবং মণিপুর রাজার কন্যা। মদনের কাছ থেকে বরপ্রাপ্ত হয়ে চিত্রাঙ্গদা নারীর যে রূপ পেয়েছিলেন তার সঙ্গে অর্জুনের প্রেম হয়। এই অন্তরে বাহিরে দুইটা রূপের সঙ্গে যে দ্বন্দ্ব, সেটাই এই নাটকে উঠে এসেছে।’ 

চিত্রাঙ্গদা চরিত্রের গানে কণ্ঠ দিয়েছেন ফারহিন খান জয়িতা। এ বিষয়ে তিনি বলেন, ‘চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথের অসম্ভব গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি। ছোটবেলা থেকে চিত্রাঙ্গদার গান শুনে শুনে বড় হয়েছি। আমরা যারা রবীন্দ্র সংগীত চর্চা করি, যারা নারী শিল্পী আছি; তাদের প্রত্যেকের জীবনে চিত্রাঙ্গদা হওয়ার ইচ্ছা করে- এটা আমার ধারণা। কারণ এই চরিত্রের অনেক লেয়ার, অনেক নাটকীয়তা, গানগুলো এত অপূর্ব যে শিল্পী হিসেবে গাওয়ার ইচ্ছা ছিল। সেই জায়গা থেকে চিত্রাঙ্গদা চরিত্রে কণ্ঠ দিতে পেরে আমি ভীষণ ভীষণ আনন্দিত।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়