ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

সারার ৩৬ কোটি টাকার সিনেমার আয় ৬১ কোটি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১১ জুন ২০২৩   আপডেট: ১১:৪৯, ১১ জুন ২০২৩
সারার ৩৬ কোটি টাকার সিনেমার আয় ৬১ কোটি

লক্ষ্মণ উতেকর পরিচালিত বলিউড সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সারা আলী খান ও ভিকি কৌশল।

গত ২ জুন ভারতের ১৮০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি। তা ছাড়াও বিশ্বের আরো বেশ কিছু পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। বিশ্ব ব্যাপী বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এটি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্ব ব্যাপী সিনেমাটি আয় করে ৫.৪৯ কোটি রুপি, দ্বিতীয় দিন ৭.২ কোটি রুপি, তৃতীয় দিন ৯.৯ কোটি রুপি, চতুর্থ দিন ৪.১৪ কোটি রুপি, পঞ্চম দিন ৩.৮৭ কোটি রুপি, ৬ষ্ঠ দিন ৩.৫১ কোটি রুপি, সপ্তম দিন ৩.২৪ কোটি রুপি, অষ্টম দিন ৩.৪২ কোটি রুপি, নবম দিন ৫.৭৬ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৪৬.৫৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬১ কোটি টাকার বেশি।

আরো পড়ুন:

প্রথমবারের মতো এ সিনেমায় জুটি বেঁধেছেন সারা-ভিকি। এ জুটির রসায়ন দেখে প্রশংসা করছেন সিনেমা প্রেমিরা। ২৮ কোটি রুপি অর্থাৎ ৩৬ কোটি টাকা বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— সুস্মিতা মুখার্জি, নিরাজ সুদ, রাকেশ বেদি, আকাশ খুরানা প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়