প্রেম করছেন অজয়-কাজল কন্যা!
কথিত প্রেমিক বেদান্তের সঙ্গে নিশা
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নিশা ও যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া শেষ করে বর্তমানে সুইজারল্যান্ডে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন।
শোবিজ অঙ্গনে এখনো পা রাখেননি নিশা। কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান। মূলত, বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দিয়েই অধিকাংশবার আলোচনার জন্ম দিয়েছেন। এদিকে জোর গুঞ্জন উড়ছে, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নিশা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অরহান আত্রামনির সঙ্গে নিশাকে অধিকাংশবার দেখা গিয়েছে। কিন্তু নিশা বেদান্ত মহাজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তার সঙ্গে বহুবার ফ্রেমবন্দি হয়েছেন। তার সঙ্গে তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করতে দেখা গেছে তাকে।
বেদান্ত মহাজন একটি ইভেন্ট কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। ২৫ বছর বয়সী বেদান্ত ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স করছেন।
শোনা যাচ্ছে, বাবা-মায়ের মতো চলচ্চিত্রে নাম লেখাবেন নিশা। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অজয় দেবগন বলেছিলেন— ‘আমি জানি না এই মুহূর্তে নিশা কী চায়। কারণ সিনেমা নিয়ে কখনো কোনো আগ্রহ দেখায়নি। যদিও বাচ্চাদের মন বদলে যায়। নিশা এখন বিদেশে পড়াশোনা করছে।’
ঢাকা/শান্ত