৫ বছর পর ইমন-মমর ‘স্ক্রিপ্ট রাইটার’

মডেল-চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী জাকিয়া বারী মম সর্বশেষ বছর পাঁচেক আগে একসঙ্গে অভিনয় করেন। দীর্ঘ বিরতির পর আসছে ঈদের টেলিছবিতে জুটি বাঁধছেন তারা। ‘স্ক্রিপ্ট রাইটার’ নামের এ টেলিছবিটি পরিচালনা করেছেন আনিসুর রহমান।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। এ প্রসঙ্গে ইমন বলেন, টেলিছবিটি নির্মিত হয়েছে একজন চিত্রনাট্যকারের গল্প নিয়ে। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।
মম বলেন, ইমনের সঙ্গে বেশ বিরতির পর অভিনয় করেছি। শুধু সহশিল্পী নয়, সে আমার কাছের বন্ধুও। ‘স্ক্রিপ রাইটার’ টেলিছবিতে আমাদের রসায়ন জমেছে বেশ। এটুকু বলতে পারি, দর্শকের টেলিছবিটি পছন্দ হবে।
টেলিছবিটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান নিমার্তা।
রাহাত/ফিরোজ