ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ঈদ আনন্দ ভাগ করতে কোরবানি দিচ্ছেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ২৯ জুন ২০২৩   আপডেট: ১১:৩৩, ২৯ জুন ২০২৩
ঈদ আনন্দ ভাগ করতে কোরবানি দিচ্ছেন বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সনাতন ধর্মাবলম্বী হলেও ঈদুল আজহার আনন্দ ভাগ করে নিতে কোরবানি দিয়ে থাকেন তিনি। এবারো তার ব্যত্যয় ঘটেনি। পশু কোরবানির মাধ্যমে সবার সঙ্গে ঈদ উদযাপন করছেন এই অভিনেত্রী।

বুধবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। লেখার শুরুতে মিম বলেন— ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি করা।’

কোরবানির জন্য দুটো ছাগল কিনেছেন বিদ্যা সিনহা মিম। ছাগলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে এই অভিনেত্রী বলেন, ‘প্রতিবারের মতো এবারো আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি। আশা করি কখনো হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’

আরো পড়ুন:

ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এ সিরিজে তিনি নীরা চরিত্রে অভিনয় করেছেন।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়