ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

ফেনী থিয়েটারের নতুন কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২ জুলাই ২০২৩   আপডেট: ১৪:০৩, ৩ জুলাই ২০২৩
ফেনী থিয়েটারের নতুন কমিটি

তানভীর আলাদিন এবং আনোয়ার হোসেন রাজু

ফেনীর ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘ফেনী থিয়েটার’র প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন সাংবাদিক তানভীর আলাদিন।

শনিবার বিকেলে শুরু হওয়া সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে রাতে ২০২৩-২০২৫ মেয়াদের জন্যে তানভীর আলাদিনকে প্রধান সমন্বয়কারী ও আনোয়ার হোসেন রাজুকে সমন্বয় সচিব করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সমন্বয়কারী তুহিন মাহমুদ, যুগ্ম সমন্বয় সচিব নাজমুল হক শামীম, অর্থ সমন্বয়কারী ফজলুল হক রনি, প্রচার ও প্রযোজনা সমন্বয়কারী ইরফান মিয়াজী, প্রযোজনা সমন্বয়কারী আবদুল্লাহ আল ফাহাদ ও দপ্তর সমন্বয়কারী ফাতেমা জান্নাত শশী, সদস্য মো. কামরুল আলম, অ্যাডভোকেট রাশেদ মাযহার, শাহদাত হোসেন রুবেল, কাজী ইকবাল আহমেদ পরাণ, মো. বোরহানুল ইসলাম নাহিন, তাহমিনা তোফা সীমা ও ইমন চৌধুরী।

বাসসের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ তানভীর আলাদিন বলেন, ৩৪ বছর আগে আমরা কয়েকজন তরুণ মিলে ফেনী থিয়েটার গড়েছিলাম। এখন এই অঞ্চলের নাট্যদলগুলোর মধ্য ফেনী থিয়েটার অন্যতম সেরা দল। 

তিনি বলেন, আমি পেশায় সাংবাদিক আর নেশায় লেখক ও নাট্যকর্মী। আমাদের ভাতৃপ্রতীম অন্যান্য সংগঠনের সঙ্গেও আমার সম্পর্ক অসাধারণ ভালো। তথ্য-প্রযুক্তির কল্যাণে এখন ঢাকায় বসে কেন, আমেরিকায় বসেও সার্বক্ষণিক নজরদারি করে গ্রুপের কাজের সমন্বয় করা সম্ভব। তাই, সবার সহযোগিতায় সংগঠন চালাতে খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করি না।

বিদায়ী প্রধান সমন্বয়কারী কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রাশেদ মাযহার ও কাজি ইকবাল আহমেদ পরান, সমন্বয় সচিব আনোয়ার হোসেন রাজু, সাবেক সমন্বয় সচিব বোরহানুল ইসলাম নাহিন, তুহিন, সাংবাদিক নাজমুল হক শামীম, দিদার মজুমদার, শশী, ইরফান, সানী প্রমুখ।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়