ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নিশোর বক্তব্য নিয়ে সমালোচনার ঝড়!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৪ জুলাই ২০২৩   আপডেট: ১১:৫০, ৪ জুলাই ২০২৩
নিশোর বক্তব্য নিয়ে সমালোচনার ঝড়!

গত ২৯ জুন মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফি নির্মিত এ সিনেমা দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহ থেকে মুঠোফোনে ধারণ করা সিনেমাটির কিছু ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আবার সিনেমাটির কিছু দৃশ্যকে কিছু দর্শক ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন।

এ দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন আফরান নিশো, রায়হান রাফি, তমা মির্জাসহ অনেকে। কিন্তু সংবাদ সম্মেলনে আফরান নিশোর একটি মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে।

আপনার প্রথম সিনেমা, আরেকদিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী; এসব কারণে চাপ অনুভব করেছেন কিনা? এমন এক প্রশ্নের জবাবে নিশো বলেন— ‘একটা প্রশ্ন বার বার আসে সেটা হলো— চাপ। আসলে কীসের চাপ? এখন বয়স চল্লিশের উপরে। অনেক দিন ধরে কাজ করছি। তাহলে চাপটা আসলে কীসের? আমি তো সো কল্ড হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না। এ ধরনের দর্শন অনেক আগে ছিল।’

আরো পড়ুন:

‘আগে বলা হতো, তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখাসাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’ বলেন নিশো।

‘আমি তো সো কল্ড হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।’— আফরান নিশোর বক্তব্যের এই অংশটুকু নেটিজেনদের বড় একটি অংশ ভালোভাবে গ্রহণ করেননি।

ফিরোজ আহমেদ নিজো নামে একজন লিখেছেন, ‘আপনি নিঃসন্দেহে খুব ভালো অভিনয় করেন। আপনার অভিনয় আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। শাকিব খানের সিনেমা আমি দেখি না, তাকে আমার পছন্দও না! তবে আপনার কথাটা শাকিব খানের দিকে ঈঙ্গিত করে। এইভাবে কথাটা এইসময় এইভাবে বলা মোটেই উচিত হয়নি। অন্যের সমালোচনা দেখে সত্যি আমি অবাক হয়েছি। আপনাকে আরো বিনয়ী হতে হবে। আশা করি, সামনে এই ভুলগুলো করবেন না।’

আরেকজন লিখেছেন, ‘নাটকের নায়কের আবার অহংকার।’ সাহেদ শাহ লিখেছেন, ‘নিশোর মতো গুণী অভিনেতার পার্সোনালিটির সঙ্গে অন্যের সমালোচনা অপ্রত্যাশিত।’ জাভেদ ইকবাল লিখেছেন, ‘ছোট পর্দার প্রিয় একজন অভিনেতা ছিল। বর্তমানে তার কথার ধরণ দেখে বোঝা যাচ্ছে তার পা মাটিতে পড়তেছে না। সিয়াম যখন নাটক ছেড়ে সিনেমায় আসছিল অনেককে দেখছি শাকিব খানের টাইম শেষ হেনতেন কত কি বলতে, দিন শেষে রাজা রাজাই থাকে। এসব বক্তব্য দিয়ে নিশো নিজেকে ছোট… কাতারে নিয়ে গেছে।’

নিশো তার বক্তব্যে কারো নাম উল্লেখ করেননি। কিন্তু সাধারণ সিনেমাপ্রেমীদের পাশাপাশি শাকিব ভক্তরা বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেননি। যদিও নেটিজেনদের একটি অংশ নিশোর মন্তব্য সমর্থন করছেন। সাইফুর সিয়াম নামে একজন লিখেছেন, ‘এখানে শাকিবের কথা আসেনি এবং সেও শাকিবকে মিন করে কিছু বলেনি। এটা সত্য যে এক সময় হিরোরা এক্সক্লুসিভ থাকার চেষ্টা করতো কিংবা বিয়ে করলেও তা গোপন রাখতো শুধু জনপ্রিয়তা হারানোর ভয়ে। লক্ষ্য করুন, জায়েদ খানের দিকে। তার স্টেটমেন্টগুলো খেয়াল করলে দেখবেন এই ধরনের লুকিয়ে রাখার মনোভাব অনেক নায়কেরই আছে। আপনারা শুধু শুধু হিংসা ছড়াচ্ছেন।’

বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে দুই গ্রুপ তৈরি হয়েছে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে বাক্যবিনিময়। কোথাও কোথাও পরস্পরকে আক্রমণ করে মন্তব্য করছেন তারা। তবে বিতর্ক তৈরি হওয়ার পর বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি নিশো।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়