ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

৮ দিনে কত আয় করলো কিয়ারা-কার্তিকের সিনেমা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৭ জুলাই ২০২৩  
৮ দিনে কত আয় করলো কিয়ারা-কার্তিকের সিনেমা?

কিয়ারা আদভানি ও কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা গত ২৯ জুন মুক্তি পেয়েছে। ভারতের ২ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। তবে সময়ের সঙ্গে বক্স অফিসে আয়ের পরিমাণ কমেছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ৯.২৫ কোটি রুপি, দ্বিতীয় দিন আয় করেছে ৭ কোটি রুপি, তৃতীয় দিন আয় করেছে ১১ কোটি রুপি, চতুর্থ দিন আয় করেছে ১২.১৫ কোটি রুপি, পঞ্চম দিন আয় করেছে ৩.৫ কোটি রুপি, ৬ষ্ঠ দিন আয় করেছে ৩.২৫ কোটি রুপি, সপ্তম দিন আয় করেছে ৩ কোটি এবং অষ্টম দিন আয় করেছে ২.৫ কোটি রুপি। আট দিনে যার মোট আয় দাঁড়িয়েছে ৫১.৬৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি ৮২ লাখ টাকার বেশি।

৭৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘হিট’ তকম পেতে হলে সিনেমাটির আয় ৮৫ কোটি রুপি ছাড়াতে হবে। আর ৭৫ কোটি রুপি পার হলে বক্স অফিসে ‘গড়পড়তা’ তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কিয়ারা-কার্তিককে।  

আরো পড়ুন:

গুজরাটি পরিবারের ছেলে সত্যপ্রেম বিয়ে করার স্বপ্ন দেখে। কিন্তু কিছুতেই পাত্রী পায় না। এমন পরিস্থিতিতে তার জীবনে আসে কথা কিষাণ কাপাডিয়া। প্রথম দেখাতেই কথার প্রেমে পড়ে যায় সত্যপ্রেম। সিনেমাটিতে সত্যপ্রেমের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। কথা কিষাণ কাপাডিয়া চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা।

‘ভুলভুলাইয়া টু’-এর পর ফের এই সিনেমায় একত্রে কাজ করেছেন কার্তিক আরিয়ান-কিয়ারা আদভানি। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন— গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, রাজপাল যাদব, অনুরাধা প্যাটেল প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়