অসুস্থ সন্তানের পাশে না থাকায় নেটিজেনদের তোপের মুখে রাজ
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছেন না দুজন। এ দিকে ছেলে রাজ্যও বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন পরী। সব কিছু একা হাতে সামলাচ্ছেন এ চিত্রনায়িকা।
এদিকে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করতেই নেটিজেনদের তোপের মুখে পড়েন শরিফুল রাজ।
রোববার (১৬ জুলাই) ফেসবুকে একটি মুখবয়বের ছবি প্রকাশ করেন রাজ। ছবির মন্তব্যের ঘরে তার প্রতি কটাক্ষের তীর ছুড়তে থাকেন নেটিজেনরা। একজন লিখেছেন: ‘নিজে যেমন মনের অধিকারী, দেখতেও যেমন ঠিক, তেমন জিনিস পোস্ট করা। লুজার একটা।’
আরেকজন লিখেছেন: ‘তুমি নিজেও এ রকম কুৎসিত।’
অনেকে কমেন্ট বক্সে ‘ছোটলোক’, ‘স্বার্থপর’ বলেও তিরস্কার করেছেন।
সম্প্রতি পরীমণি ফেসবুকে সন্তান রাজ্যের ক্যানোলা করা হাতের একটি ছবি প্রকাশ করেন। অনেকে ওই ছবি রেখে এসেছেন রাজের পোস্টের কমেন্টবক্সে। সঙ্গে লিখেছেন: ‘ভাই আপনার বাচ্চাটা অসুস্থ। আসলেই আপনি একটা জোকার।’
একজন লিখেছেন: ‘এইদিকে আপনার বেবিটা এত অসুস্থ আপনার কোনো খেয়ালই নেই।’ আরেকজন প্রশ্ন তুলেছেন রাজের বাবার দায়িত্ববোধ নিয়েই। ‘ভাই আপনি কেমন বাবা?’
এ দিকে পরীমণি গতকাল তার ফেসবুক পোস্টে লিখেছেন: ‘এই যে বাচ্চার কিছু হইলেই মা কে যারা ব্লেইম করেন তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই-ই শুধু ফ্রাস্ট্রেশন ছাড়া। এরা কিছু বুঝুক আর না-বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়। কোনো আইডিয়া আছে তোমার, বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কি পরিমান মানসিক চাপ যায়! তার উপর এই সব বলদামি কথাবার্তা জাস্ট নেয়া যায় না ভাই।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালের ১০ জানুয়ারি সে খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তান ধারণের বার্তা দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন। সে বছর ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
রাহাত//