ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নিশোর ‘সাড়ে ষোলো’

প্রকাশিত: ১৮:৫৫, ৬ আগস্ট ২০২৩   আপডেট: ১৮:৫৫, ৬ আগস্ট ২০২৩
নিশোর ‘সাড়ে ষোলো’

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দর্শক হৃদয় জয় করেছে। এবার তার অভিনীত ‘সাড়ে ষোলো’ নামের ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে। আগামী ১৭ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি। এতে একজন আইনজীবী চরিত্রে দেখা যাবে নিশোকে।

এরই মধ্যে এর ট্রেইলার প্রকাশ করা হয়। ইয়াসির আল হক পরিচালিত এই ওয়েব সিরিজটির রহস্য ঘেরা ট্রেইলারটি গত ৫ আগস্ট প্রকাশিত হয়।

সিরিজের গল্পে দেখা যাবে, ভায়োলেট ইন নামে এক অভিজাত হোটেলের সাড়ে ষোলো তলার বিলাসবহুল পর্দার পেছনে রয়েছে গোপন রহস্য আর অমীমাংসিত কিছু ঘটনা। মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এই হোটেল এমন সব প্রতারণার জালের মধ্য দিয়ে গেছে, যেখানে তুখোড় গোয়েন্দাও চ্যালেঞ্জের মুখে পড়ে যায়।

আরো পড়ুন:

নির্মাতা ইয়াসির আল হক বলেন, যেহেতু ট্রেইলারটি গল্পের মুহূর্তগুলোর একটি কোলাজমাত্র, তাই সিরিজের আসল ঝলক দেখতে দর্শকদের ১৭ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি জানান, এতে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাওয়ার আগের রাতে রেজার জীবন একটি জটিল মোড় নেয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

এই সিরিজে করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এডিসি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী, পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ ও রেজার স্ত্রী আয়েশা চরিত্রে কাজী নওশাবা আহমেদ।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়