হাসপাতালে ভর্তি তানজিন তিশা
হাসপাতালে ভর্তি করা হয়েছে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তবে কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তা জানা যায়নি।
সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন তানজিন তিশা। এতে এ অভিনেত্রী বলেন— ‘গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। কিন্তু গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল। যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে অনেকের ফোন কল রিসিভ করতে পারিনি।’
বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে তানজিন তিশা বলেন, ‘আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। গতকাল তীব্র জ্বর ও প্রচন্ড শরীর ব্যথায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হোন তিনি। তিশা ভক্তরা প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফেসবুক পোস্টে কমেন্ট করে দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানাচ্ছেন তারা।
ঢাকা/শান্ত