ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৩ আগস্ট ২০২৩  
অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বাবা মারা গেছেন

বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বাবা মারা গেছেন। শনিবার (১২ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শশীকান্ত লোখান্ডে। তার বয়স হয়েছিল ৬৮ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, রোববার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে মুম্বাইয়ের ওশিওয়ারা শশ্মানে শশীকান্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এসময় শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

গত দুই বছর ধরে অসুস্থ ছিলেন অঙ্কিতার বাবা। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শশীকান্ত পেশায় একজন ব্যাংকার ছিলেন।

আরো পড়ুন:

‘পবিত্র রিস্তা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছান অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এরপর কঙ্গনা রাণৌতের সঙ্গে ‘মনিকর্ণিকা’ সিনেমায় কাজ করেন তিনি। ‘বাঘি থ্রি’ সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। ৭ বছর সম্পর্কে থাকার পর ভেঙে যায় এ সম্পর্ক। এরপর তিন বছর প্রেম করার পর ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়