ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

গাইছেন প্রিয়াঙ্কার স্বামী, ছুড়ে মারা হলো নারীর অন্তর্বাস (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ১৪ আগস্ট ২০২৩  
গাইছেন প্রিয়াঙ্কার স্বামী, ছুড়ে মারা হলো নারীর অন্তর্বাস (ভিডিও)

বাহারি আলোয় ঝলমল করছে মঞ্চ। তার সামনে উল্লাস করছেন দর্শকরা। মঞ্চে দাঁড়িয়ে গান গাইছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। আকস্মিকভাবে নিক জোনাসের দিকে ছুড়ে মারা হয় নারীর অন্তর্বাস (ব্রা)। যা গিয়ে পড়ে নিকের সামনে। এ দৃশ্য দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে যান নিক; তারপর পুনরায় গাইতে শুরু করেন এই মার্কিন গায়ক।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়; যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, গত ১২ আগস্ট নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জোনাস ব্রাদার্সের কনসার্ট। কেভিন জোনাস, জো জোনাস আর নিক জোনাসের গান শুনতে হাজির হয়েছিলেন নিউ ইয়র্কবাসী। বরের গান শুনতে মেয়ে মালতি মেরিকে নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। কিন্তু কনসার্টটির এক পর্যায়ে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।

আরো পড়ুন:

এ মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে কড়া সমালোচনা করছেন নেটিজেনরা। ম্যাথিউ নামে একজন লিখেছেন, ‘এটা নিক ও তার পরিবারকে অসম্মান করা। ভক্তদের শিখা উচিত কীভাবে শিল্পীদের সম্মান করতে হয়।’ আরেকজন লিখেছেন, ‘এটা খুবই অস্বস্তিকর, অসম্মানজনক এবং জঘন্য।’ এমন অসংখ্য মন্তব্য নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে।

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়