ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

এবার কি পারবেন শাকিব খান

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৯ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার কি পারবেন শাকিব খান

ফাঁদ- দ্য ট্র্যাপ সিনেমায় আঁচল ও শাকিব খান।

বিনোদন প্রতিবেদক : ৩০ মে শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে শাকিব খান ও আঁচল অভিনীত চলচ্চিত্র ফাঁদ- দ্য ট্র্যাপ। এটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটি ঢাকার মধুমিতা, রাজমনি, সনি, পূর্ণিমা, গীত, পূরবী, শ্যামলী, চিত্রামহল, পুনম, এশিয়া, মুক্তি, বিজিবি এবং ঢাকার ক্যান্টনমেন্টের সেনা অডিটরিয়াম ও শাহিন-এ মুক্তি পাচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে, ২০১৪/রাশেদ শাওন/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়