ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

‘সুরের মোহনা’য় গাইবেন পলাশ

পাভেল রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৩০ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুরের মোহনা’য় গাইবেন পলাশ

সঙ্গীতশিল্পী পলাশ

বিনোদন ডেস্ক : মোহনা টিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সুরের মোহনা’য় গান গাইতে আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলাশ। শনিবার রাত  ১১ টা ১৫ মিনিটে  মোহনা টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে ‘সুরের মোহনা’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন এ বাবুল, উপস্থাপনা করছেন জুঁই।

এ প্রসঙ্গে সঙ্গীত শিল্পী পলাশ জানিয়েছেন, ‘অনুষ্ঠানের জন্য নিজের কিছু প্রস্তুতি আছে। তবে দর্শক, শ্রোতাদের অনুরোধের গানও শোনাবেন। এছাড়া নিজের জনপ্রিয় গানগুলোও গেয়ে শোনাবেন তিনি।’

এদিকে মোহনা টিভি সূত্রে জানা গেছে, ‘আধুনিক, ফোক, ব্যান্ড সব ধরণের গানের শিল্পীদের নিয়ে মোহনা টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় এ অনুষ্ঠানটি। অনুষ্ঠানের প্রতি পর্বকে সাজানো হয়েছে ব্যতিক্রমী ভাবে। এতে থাকে তারকাদের এবং দর্শকের  অনুরোধের গান।


রাইজিংবিডি/ঢাকা/৩০ মে, ২০১৪/পাভেল/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়