ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

পর্দায় কেন জুটি বাঁধেন না বিজয়-রাশমিকা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ২৪ আগস্ট ২০২৩   আপডেট: ১০:৪৫, ২৪ আগস্ট ২০২৩
পর্দায় কেন জুটি বাঁধেন না বিজয়-রাশমিকা?

ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

ব্যক্তিগত কারণে বছর জুড়েই আলোচনায় থাকেন রাশমিকা-বিজয়। কিন্তু গত ৪ বছর ধরে নতুন কোনো সিনেমায় তাদের দেখা যায়নি। প্রিয় তারকা জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। দর্শক চাহিদা থাকার পরও কেন একসঙ্গে অভিনয় করেন না তারা? এ নিয়ে নানাজনের নানা মত রয়েছে।

সিয়াসাত ডটকম জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে একসঙ্গে অভিনয় করেন না বিজয়-রাশমিকা। এর অন্যতম প্রধান কারণ তাদের প্রেমের গুঞ্জন। একসঙ্গে অভিনয় করতে গেলে টানা প্রেমের গুঞ্জনে খবরের শিরোনাম হবেন তারা। আর এটা হোক তা চান না এই জুটি।

বিজয়ের পরবর্তী সিনেমা ‘কুশি’। এ সিনেমার প্রচারে গিয়ে রাশমিকার সঙ্গে ফের জুটি বেঁধে পর্দায় হাজির হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিজয়। এ নায়ক বলেন— ‘রাশমিকার সঙ্গে আবারো অভিনয় করার ইচ্ছা রয়েছে। কিন্তু পরিচালকরা আমাদের একসঙ্গে কাস্ট করছেন না।’ তবে কী কারণে নির্মাতারা তাদের কাস্ট করছেন না, সে বিষয়ে কিছু বলেননি বিজয়।

শিবা নির্বানা পরিচালিত ‘কুশি’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে তেলেগু ভাষার এ সিনেমা।

রাশমিকার পরবর্তী সিনেমা ‘পুষ্পা টু’। সুকুমার পরিচালিত এ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। ‘পুষ্পা’-এর চেয়ে ‘পুষ্পা টু’ সিনেমা আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়