ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার টিকিট মূল্য ৩১০০ টাকা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪০, ১ সেপ্টেম্বর ২০২৩
শাহরুখের ‘জওয়ান’ সিনেমার টিকিট মূল্য ৩১০০ টাকা!

চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে ঝড় তুলেন বলিউড বাদশা শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত এ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডে বহরূপী শাহরুখ ভক্তদের মনে ঝড় তুলেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। তবু টিকিট সংগ্রহ করতে ভিড় করছেন শাহরুখ ভক্তরা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের জনপ্রিয় শহরগুলোর মধ্যে রয়েছে— মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, পুণে, কলকাতা। এসব শহরের মধ্যে মুম্বাই ও দিল্লিতে ‘জওয়ান’ সিনেমার (২ডি হিন্দি ভার্সন) টিকিট সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। মুম্বাই-দিল্লিতে সিনেমাটির টিকিট মূল্য সর্বোচ্চ ২৩০০ এবং ২৪০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১৮০ টাকা)।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত সিনেমাটি মুক্তির প্রথম দিনের ১ লাখ ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। এরই মধ্যে অগ্রিম ৪ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ ২ লাখ টিকিট বিক্রি হবে।

‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিল সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

এ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়