ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

‘জাওয়ান’র সঙ্গে ‘সুজন মাঝি’র তুলনা ঠিক না : ফেরদৌস

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৩  
‘জাওয়ান’র সঙ্গে ‘সুজন মাঝি’র তুলনা ঠিক না : ফেরদৌস

নন্দিত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ সিনেমাটি গত শুক্রবার মুক্তি পায়। একই দিনে বলিউড তারকা শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ বাংলাদেশে মুক্তি পায়। শুরু থেকেই ‘জাওয়ান’ সিনেমার মুক্তির বিরোধিতা করে আসছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। এদিকে জাওয়ানের সঙ্গে সুজন মাঝির তুলনা করতে নারাজ চিত্রনায়ক ফেরদৌস। 

ফেসদৌস বলেন, জওয়ানের সঙ্গে সুজন মাঝির তুলনা করা ঠিক নয়। ওদের বাজেট, ওদের মার্কেট সবই বড়। করোনার সময় সব কিছু বন্ধ ছিল, সিনেমা হলও। তখন হল মালিকরা দাবি করেছিলেন, বিদেশি সিনেমা আমদানির। তারা এটাও বলেছিলেন যে হল বাঁচাতেই এই উদ্যোগ নিচ্ছেন তারা। অন্তত ২ বছর দেখা হবে। ভারতীয় সিনেমা এ দেশে প্রদর্শনের বিষয়ে যতটুকু জানি, নীতিমালায় আছে যে কোনো উৎসবে এসব সিনেমা চলবে না। এখন দেখছি বাংলাদেশের সিনেমার সঙ্গে একই দিনে ভারতীয় সিনেমা মুক্তি পেল।  এ বিষয়ে নীতিমালায় কি আছে জানি না। 

বাংলাদেশেও ভালো মানের সিনেমা নির্মাণ হয় উল্লেখ করে ফেরদৌস বলেন, বাংলাদেশে অনেক মেধাবী ও গুণী পরিচালক আছেন, ভালো স্ক্রিপ্ট রাইটার আছেন। শুধু দরকার ভালো গল্প, ভালো বাজেট, ভালো মার্কেটিং। দেখুন, আমাদের সিনেমা কিন্তু বিশ্ব বাজার ধরতে শুরু করেছে। মানুষকে হলমুখি করতে হবে। ভালো সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে হবে। আমি চাই সুস্থ প্রতিযোগিতা হোক, সুন্দরের প্রতিযোগিতা হোক।

রাহাত//

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়