ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩১, ১২ সেপ্টেম্বর ২০২৩
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তি’

চৈতালী সমাদ্দার নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তি’। আগামী ১৪ সেপ্টেম্বর প্রজন্ম ওয়েব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে নির্মাতা চৈতালী সমাদ্দার বলেন, প্রাথমিক স্কুল পড়ুয়া এক মেয়ে ইর্ণি-কে ঘিরে চলচ্চিত্রটির গল্প। জীবন শুরুর প্রাথমিক ধাপে সে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। শিশু জীবনের সংকট মোকাবেলায় আশ্রয় হয় তার বিদ্যালয়ের শিক্ষক শিহাব। শিশুটির জীবনে এক রকম মুক্তির দূত হয়ে আসেন তিনি। অনেকটা অচলায়তনের দাদা ঠাকুরের মতো।

এ চলচ্চিত্রে ইর্ণি চরিত্রে অভিনয় করেছে জায়ানা ইচ্ছেডানা। ইর্ণি মুক্তির মূল চরিত্র। অন্যদিকে শিহাব স্যার চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা শতাব্দী ওয়াদুদ। এছাড়া বাকি যে শিল্পীরা রয়েছেন তারা সবাই থিয়েটারকর্মী।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়