ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেতা বিজয় অ্যান্টোনির ১৬ বছরের কন্যা মারা গেছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১২:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৩
অভিনেতা বিজয় অ্যান্টোনির ১৬ বছরের কন্যা মারা গেছে

তামিল সিনেমার অভিনেতা-সংগীত পরিচালক বিজয় অ্যান্টোনির ১৬ বছরের কন্যা মীরা মারা গেছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে মীরা। তার মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, চেন্নাইয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন বিজয় অ্যান্টোনি। সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বিজয় বেড রুমে গিয়ে দেখেন মীরা ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীরাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বিজয় অ্যান্টোনির কন্যা মীরা

আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চেন্নাইয়ের একটি স্কুলে পড়াশোনা করতো মীরা। কিছু দিন ধরে হতাশায় ভুগছিল সে। তার চিকিৎসাও চলছিল। মীরার মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে তার পরিবার এবং স্কুলের বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।  

ব্যক্তিগত জীবনে বিজয় ফাতিমা অ্যান্টোনির সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির দুই কন্যা মীরা ও লারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়