ঢাকা     মঙ্গলবার   ১২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৮ ১৪৩১

তবীব ও ‘গাল্লিবয়’ রানার গান এবার বলিউডে

প্রকাশিত: ১৬:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩  
তবীব ও ‘গাল্লিবয়’ রানার গান এবার বলিউডে

বাংলাদেশের জনপ্রিয় র‌্যাম্পার তবীব মাহমুদ ও রানা মৃধা। দেশের গণ্ডি পেরিয়ে এবার বলিউডের ওয়েব সিরিজে গান গাইলেন তারা। তাদের গাওয়া পুরোনো গান ‘চাপ নাই’ ডিজনি হটস্টারে বিজয় নাম্বিয়ার পরিচালিত ‘কালা’ ওয়েব সিরিজে ব্যবহার করা হয়েছে।

মাস ছয়েক আগে একটি ইমেইল আসে তবীব মাহমুদের কাছে। ইমেইলটি বলিউডের টি-সিরিজ থেকে অফিসিয়ালভাবে পাঠানো হয়। সেখানে তবীবকে জানানো হয়, ‘চাপ নাই’ গানটি টি-সিরিজের প্রযোজনায় ডিজনি হটস্টারে বিজয় নাম্বিয়ার পরিচালিত একটি সিরিজে ব্যবহার করা হবে। পরিচালকের কাছে গানটি ভালো লেগেছে।

বিষয়টি জেনে ইতিবাচক ফিডব্যাক দেন তবীব। এভাবেই তাদের গান বলিউডে যাওয়ার গল্প শোনালেন তারা। ১৫ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পেয়েছে ডিজনি হটস্টারে। দর্শক-সমালোচকদের প্রশংসাও পাচ্ছে সিরিজটি। শুধু তাই নয়, ডিজনিতে এটি ট্রেন্ডিংয়েও আছে।

আরো পড়ুন:

‘চাপ নাই’ গানটি তবীব মাহমুদের লেখা, এতে কণ্ঠ দেন গাল্লিবয় খ্যাত তবীব ও রানা, সংগীত করেন শুভ্র রাহা। বাংলা ভাষায়ই গানটি থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে ক্রাইম থ্রিলারধর্মী কালা সিরিজে।

এ প্রসঙ্গে তবীব বলেন, ‘একটা সময় আমি স্বপ্ন দেখতাম আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্মের জন্য আমার গান ব্যবহার করা হবে। বলতে গেলে তেমনই একটি স্বপ্ন পূরণ হলো। বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতে আমার ও রানার গানটি থিম সং হিসেবে ব্যবহার হচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। এ ছাড়া টি-সিরিজের মতো প্রতিষ্ঠান আমাদের গানটি কিনে নিয়েছে। ভাবতে ভালো লাগছে। আশা করছি সামনে আরও ভালো কিছু হবে।’ 

‘চাপ নাই’ গানটি এখনও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়নি। জানা গেছে, আপাতত গানটি সিরিজের বিভিন্ন প্লটে ব্যবহার হচ্ছে।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়