ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

প্রকাশিত: ১৭:৩৩, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:৩৬, ১ অক্টোবর ২০২৩
মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

চলচ্চিত্র প্রযোজক মো. ফরমান আলীর ‘কাঠগোলাপ’ সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে সিনেমাটি ‘বেস্ট ডেব্যু ফিচার ফিল্ম’ হিসেবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জয় করে। আর এবার এটি মালয়েশিয়ায় পুরস্কৃত হলো।

সিনেমাটি মালয়েশিয়ার নেভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়। সেখানে এটি ‘বেস্ট ওমেন’স ফিচার ফিল্ম’ শাখায় পুরস্কার জিতে নিয়েছে।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রযোজক বলেন, ‘কাঠগোলাপ’ সিনেমার সকল কলাকুশলীকে আমি আন্তরিক অভিবাদন জানাই। আমাদের সিনেমাটি দেশে দেশে দর্শক ও জুরিবোর্ডের প্রশংসা পাচ্ছে, এটি খুবই প্রেরণা আমাদের জন্য।’

বিদেশে ‘কাঠগোলাপ’ প্রদর্শিত হচ্ছে ‘দ্য সেন্টলেস’ নামে। নারীপ্রধান গল্পে এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, জামশেদ শামীম, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন একে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এটি।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়