ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘রাগ হওয়ার মতো কারণ থাকলে রাগ দেখাতেই পারি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১৯:৪৩, ৩ অক্টোবর ২০২৩
‘রাগ হওয়ার মতো কারণ থাকলে রাগ দেখাতেই পারি’

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমায় অভিনয় করছেন ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা।

কলকাতার পরিচালক প্রতিম ডি গুপ্তা নির্মাণ করছেন ‘চালচিত্র’ শিরোনামে সিনেমা। এতে অভিনয় করছেন অপূর্ব। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তিনি।   

শুটিংয়ের ফাঁকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অপূর্ব। এ আলাপচারিতায় অপূর্বকে প্রশ্ন করা হয়, টলিউডের প্রথম সিনেমায় রোমান্টিক নায়ক থেকে খলচরিত্রে অভিনয় করছেন। কতটা প্রস্তুতি নিয়েছেন? জবাবে অপূর্ব বলেন, ‘আগেভাগে কিছুই বলতে চাই না। তবে গল্পের অনেকগুলো সাব প্লট আছে। আমি আসলে সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। কিন্তু কী বলতে কী বলব, তাই চুপ করে আছি।’

আরো পড়ুন:

আপনি নাকি বদমেজাজি? জবাবে অপূর্ব বলেন, ‘‘আসলে যাদের সঙ্গে রাগ করার প্রয়োজন পড়েছে, তাদের উপর রাগ করেছি। আমি তো ‘সাইকোপ্যাথ’ নই। খামোকা রাগ করব কেন? আমি খুব সাধারণ একটা ছেলে। হাসিখুশি থাকতে ভালোবাসি। কেউ আমার সামনে আনন্দ করলে, সেটা দেখতে ভালো লাগে। জীবনটা তো খুব ছোট। চেষ্টা করি সবার সঙ্গে ভালো ব্যবহার করার। রাগ হওয়ার মতো কারণ থাকলে তখন তো রাগ দেখাতেই পারি।’’

আপনার নাকি আচরণগত সমস্যা আছে? উত্তরে অপূর্ব বলেন, ‘আসলে একেকজন মানুষ একেক রকমভাবে ভাবেন। আমাকে কে কীভাবে দেখছেন, সেটা তাদের সমস্যা। আমি কেমন, সেটা আমি জানি ও উপরওয়ালা জানেন।’

থ্রিলার ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘চালচিত্র’ সিনেমার কাহিনি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে আছেন দক্ষ অফিসার কণিষ্ক চ্যাটার্জি। একটি মামলা তদন্ত করতে করতে গিয়ে দেখবেন কোথাও গিয়ে ১২ বছর আগে তার পুরোনো একটি কেসের সঙ্গে মিলে যাচ্ছে। পেশার পাশাপাশি ৪ পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও ঝড় উঠবে।

সিনেমাটিতে অপূর্বর সহশিল্পী হিসেবে অভিনয় করছেন— টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া ব্যানার্জি প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়