পুত্র সন্তানের বাবা হলেন মিলন ভট্টাচার্য
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য।
৭ অক্টোবর সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী ডা. তারিন মাহমুদ। মা-ছেলে দুজনেই ভালো আছেন বলে জানান এই অভিনেতা।
মিলন ভট্টাচার্য বলেন, দ্বিতীয়বার বাবা হয়েছি। এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশযোগ্য নয়। এ এক অন্যরকম অনুভূতি!
ছেলের নাম রেখেছেন আদিয়ান। অভিনয় ও পরিচালনা দুই কাজেই নিয়মিত দেখা যায় মিলন ভট্টাচার্যকে। ‘জরুরি বিবাহ’, ‘মেজাজ ফরটি নাইন’, ‘ভালো হতে পয়সা লাগে না’সহ অসংখ্য একক নাটক নির্মাণ করে দর্শকদের কাছে পরিচালক হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
রাহাত//