ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পঁচাত্তরে ‘ড্রিম গার্ল’, পার্টিতে তারার মেলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:৩৯, ১৭ অক্টোবর ২০২৩
পঁচাত্তরে ‘ড্রিম গার্ল’, পার্টিতে তারার মেলা

বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। শুধু সিনেমার পর্দায় নয়, ক্যামেরার পেছনে পরিচালনার দায়িত্ব নিয়েও নিজেকে অন্যভাবে তুলে ধরেছেন। বড় পর্দা থেকে রাজনীতির মাঠেও উজ্জ্বল হেমা মালিনী।

১৬ অক্টোবর ছিল তার জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন তিনি। আর তাতে হাজির হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। পার্টিতে সবার মধ্যমণি ছিলেন হেমা মালিনী। গোলাপি রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর হিল পরে নজর কাড়েন আগত অতিথিদের। শুধু তাই নয়, প্রিয় গানের সঙ্গে নেচে মুগ্ধতা ছড়ান ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী।

চিরাচরিত ‘দাবাং’ লুকে হাজির হয়েছিলেন সালমান খান। কালো শার্ট, ম্যাচিং কোট ও ডেনিমে হাজির হন তিনি। অনুপম খের পরেছিলেন ধূসর রঙের শার্ট, নেভি ব্লু টাই, প্লেড জ্যাকেট। বেগুনি ও সোনালি রঙের শাড়িতে সেজেছিলেন বিদ্যা বালান।

পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন, রাভিনা ট্যান্ডন, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি। রাভিনা ট্যান্ডন পরেছিলেন ক্রিম রঙের টপ ও ম্যাচিং ট্রাউজার। মাধুরী দীক্ষিত পরেছিলেন জাফরন রঙের পোশাক। গাঢ় নীল পোশাক বেছে নিয়েছিলেন সুভাষ ঘাই। জ্যাকি শ্রফের পোশাকে ছিল কালোর রঙের আধিপত্য। এদিন হেমা মালিনির জন্য একটি গাছ, ও রাংতায় মোড়া একটি উপহার নিয়ে এসেছিলেন তিনি।

শাড়ি ছেড়ে ইন্দো-ওয়েস্টার্ন লুকে দেখা মিলে জয়া বচ্চনের। বেইজ রঙের কো-অর্ড সেট পরেছিলেন তিনি। তা ছাড়াও উপস্থিত ছিলেন জিতেন্দ্র, তুষার কাপুর, রাকেশ রোশান। তবে ধর্মেন্দ্রর অনুপস্থিতি সবার নজর কেড়েছে। জানা যায়, অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না তিনি।

১৯৬৩ সালে তামিল ভাষার ‘ইধু সাথিয়াম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হেমা মালিনী। ১৯৬৮ সালের ‘স্বপ্নো কা সওদাগর’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। তারপর একে একে অভিনয় করেন ‘শোলে’, ‘সীতা অওর গীতা’, ‘মিরা’, ‘কিনারা’, ‘সন্ন্যাসী’, ‘মেহবুবা’, ‘ড্রিম গার্ল’, ‘প্রেম নগর’, ‘খুশবু’র মতো সিনেমায়। আর অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন সবার ‘ড্রিম গার্ল’।

কাজের স্বীকৃতি স্বরূপ মোট ১১ বার ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে পদ্মশ্রী সম্মাননা লাভ করেন হেমা মালিনী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়