ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ঢাকায় বসে ভারতের হয়ে গলা ফাটাচ্ছেন সৃজিত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৮:৫১, ১৯ অক্টোবর ২০২৩
ঢাকায় বসে ভারতের হয়ে গলা ফাটাচ্ছেন সৃজিত

বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে ক্রিকেটপ্রেমীরা। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও ক্রিকেটে মজেছেন। ভারতের পুনেতে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। ভারতকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

এদিকে ঢাকায় শ্বশুরবাড়িতে বসে ভারতের পক্ষে গলা ফাটাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। আর তার পাশেই রয়েছেন স্ত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। তাতে দেখা যায়, সৃজিতের সেলফিতে বন্দি হয়েছেন হাস্যোজ্জ্বল মিথিলা। আর ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকায় বসে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখছি। যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখার চেষ্টা করছি।’

আরো পড়ুন:

তবে সৃজিতকে নেটিজেনদের অনেকেই সাবধান করে দিয়েছেন। সৃজিতের পরিচিত একজন লিখেছেন, ‘বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে যাস না। বউ সবসময়ই বস।’

গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার পরিচয়। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালে বিয়ে করেন তারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়