ঢাকা     সোমবার   ০৭ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৪ ১৪৩১

বাড়ির পূজায় রানীর ধুনুচি নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৪ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:৫৮, ২৪ অক্টোবর ২০২৩
বাড়ির পূজায় রানীর ধুনুচি নাচ (ভিডিও)

পরনে শাড়ি। চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া, কানে দুল। এক হাতে ধুনুচি নিয়ে ঢাকের তালে নাচছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। বাঙালি এ অভিনেত্রী একা নন, তার সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরাও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতি বছরই মুখার্জি পরিবার দুর্গাপূজার আয়োজন করে থাকেন। এটা রানী-কাজলদের বাড়ির পূজা নামেও পরিচিত। এ বাড়ির পূজার বয়স ৭৩ বছর। আর সেখানে বোনদের সঙ্গে জমিয়ে ধুনুচি নাচ করতে দেখা যায় রানী মুখার্জিকে।

বাড়ির পূজায় তারকা রানীকে দেখা যায় না, বরং ঘরের মেয়ে হয়ে যান। ভোগ বিতরণ থেকে পূজার আয়োজন, কাঁসর বাজানো সব কিছুতেই অংশগ্রহণ করেন এই অভিনেত্রী। বোন কাজলও তাই করেন। তবে সবকিছু ছাপিয়ে ‘মুখার্জি সিস্টার্সদের’ ধুনুচি নাচ নজর কেড়েছে নেটিজেনদের।

আরো পড়ুন:

দুই বছর পর মুক্তি পেয়েছে রানী মুখার্জি অভিনীত নতুন সিনেমা। গত ১৭ মার্চ মুক্তি পায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমা। এটি পরিচালনা করেন অসীমা ছিব্বার। দর্শকদের পাশাপাশি এ সিনেমা দেখে রানীর ভূয়সী প্রশংসা করেন শাহরুখ খানও।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়