ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিলাসবহুল গা‌ড়ি কিন‌লেন পূজা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৬ অক্টোবর ২০২৩  
বিলাসবহুল গা‌ড়ি কিন‌লেন পূজা

ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা।

তেলেগু ও ব‌লিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগ‌ড়ের গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। এবার মোটা অ‌ঙ্কের অর্থ ব‌্যয় ক‌রে গা‌ড়ি কিন‌লেন তি‌নি।

ইন্ডিয়া টু‌ডে জা‌নি‌য়ে‌ছে, পূজা হেগ‌ড়ে বিলাসবহুল রেঞ্জ রোভার গা‌ড়ি কি‌নে‌ছেন। ভারতীয় বাজা‌রে এ গা‌ড়ির মূল‌্য ৪‌ কো‌টি রু‌পি। বাংলা‌দে‌শি মুদ্রায় ৫‌ কো‌টি ৩০ লাখ টাকার বে‌শি। ও‌ডি কিউ ৭, জাগুয়ারসহ একা‌ধিক গা‌ড়ির মা‌লিক পূজা।

আরো পড়ুন:

পূজা হেগ‌ড়ে অ‌ভিনীত সর্বশেষ মু‌ক্তিপ্রাপ্ত সি‌নেমা 'কি‌সি কা ভাই কি‌সি কি জান'। এ সি‌নেমায় সালমান খা‌নের বিপরী‌তে অ‌ভিনয় ক‌রে‌ছেন তি‌নি। এটি প‌রিচালনা ক‌রে‌ছেন ফরহাদ সাম‌জি। গত ২১ এপ্রিল মু‌ক্তি পায় সি‌নেমা‌টি। ১২৫ কো‌টি রু‌পি বা‌জে‌টের এ সি‌নেমা বক্স অ‌ফি‌সে আয় ক‌রে ১৮২ কো‌টি রু‌পি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়