ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সঞ্জয় দত্ত-বাদশার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ৩১ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:৪১, ৩১ অক্টোবর ২০২৩
সঞ্জয় দত্ত-বাদশার বিরুদ্ধে মামলা

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও গায়ক বাদশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভায়াকম১৮ নেটওয়ার্ক এ মামলা দায়ের করেছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সঞ্জয় দত্ত, র‌্যাপার বাদশাসহ আরো ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে ভায়াকম১৮ নেটওয়ার্ক। অবৈধভাবে বেটিং অ্যাপে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখার প্রচারের অভিযোগে এই মামলা দায়ের করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাদশাকে সমন পাঠানো হয়। সোমবার (৩০ অক্টোবর) মহারাষ্ট্র সাইবার অফিসে হাজির হয়ে নিজের বক্তব্য দেন বাদশা। এ মামলায় আরো অভিনেতাদের তলব করা হতে পারে।

আরো পড়ুন:

ভায়াকম১৮ নেটওয়ার্ক দাবি করেছে, আইপিএল-এর ম্যাচগুলো স্ট্রিমিংয়ের বুদ্ধিবৃত্তিক সত্ব (আইপিআর) তাদের। কিন্তু এই ম্যাচগুলো বেটিং অ্যাপে বেআইনিভাবে স্ট্রিমিং করা হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়