সৃজিতের সঙ্গে কোথায় চললেন চঞ্চল?
বিমানের ভেতর সিটে বসা পরিচালক সৃজিত মুখার্জি। তার পাশের সারির সিটে বসা অভিনেতা চঞ্চল চৌধুরী। সৃজিতের দিকে কিছুটা এগিয়ে সেলফি তুলছেন তিনি। তার চোখে-মুখে আনন্দের ঢেউ। চঞ্চল চৌধুরী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।
চঞ্চল-সৃজিত কোথায় চললেন? নেটিজেনদের এ প্রশ্নের উত্তর অবশ্য চঞ্চল নিজেই দিয়েছেন। এ ছবির ক্যাপশনে এই গুণী অভিনেতা লিখেন, ‘‘সৃজিতদার সঙ্গে ‘পদাতিক’-এর অনেক বড় একটা সফর। লন্ডন যাত্রা। উদ্দেশ্য একটি চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর প্রথম প্রদর্শনী।’’
কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ শিরোনামে এ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে ‘পদাতিক’ সিনেমার। এজন্য চঞ্চলকে নিয়ে সৃজিতের লন্ডন সফর।
এ সিনেমায় মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন বেশি জায়গা পেয়েছে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত কলকাতা ট্রিলজি সিনেমার অনেকটা জুড়ে থাকবে বলে জানা গেছে।
ঢাকা/শান্ত