ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সৃজিতের সঙ্গে কোথায় চললেন চঞ্চল?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১ নভেম্বর ২০২৩   আপডেট: ১৬:২০, ১ নভেম্বর ২০২৩
সৃজিতের সঙ্গে কোথায় চললেন চঞ্চল?

বিমানের ভেতর সিটে বসা পরিচালক সৃজিত মুখার্জি। তার পাশের সারির সিটে বসা অভিনেতা চঞ্চল চৌধুরী। সৃজিতের দিকে কিছুটা এগিয়ে সেলফি তুলছেন তিনি। তার চোখে-মুখে আনন্দের ঢেউ। চঞ্চল চৌধুরী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। 

চঞ্চল-সৃজিত কোথায় চললেন? নেটিজেনদের এ প্রশ্নের উত্তর অবশ্য চঞ্চল নিজেই দিয়েছেন। এ ছবির ক্যাপশনে এই গুণী অভিনেতা লিখেন, ‘‘সৃজিতদার সঙ্গে ‘পদাতিক’-এর অনেক বড় একটা সফর। লন্ডন যাত্রা। উদ্দেশ্য একটি চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর প্রথম প্রদর্শনী।’’

কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ শিরোনামে এ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

আরো পড়ুন:

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে ‘পদাতিক’ সিনেমার। এজন্য চঞ্চলকে নিয়ে সৃজিতের লন্ডন সফর।

এ সিনেমায় মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন বেশি জায়গা পেয়েছে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত কলকাতা ট্রিলজি সিনেমার অনেকটা জুড়ে থাকবে বলে জানা গেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়