ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ফিলিস্তিনের জন্য ঢাকায় কনসার্ট

প্রকাশিত: ১৭:৩৯, ৫ নভেম্বর ২০২৩  
ফিলিস্তিনের জন্য ঢাকায় কনসার্ট

যুদ্ধবিধ্বস্ত, গণহত্যার শিকার ফিলিস্তিনের জন্য ‘টু গাজা ফ্রম ঢাকা’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’-এর ব্যানারে এই আয়োজন করেছেন ঢাকার একদল তরুণ। আগামী ২৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

এ কনসার্ট থেকে অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’র মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে। এ কনর্সাটে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো পারফর্ম করবে।

এ বিষয়ে আয়োজক কমিটির অন্যতম সদস্য আহমেদ হাসান সানি বলেন, ‘কনসার্টে পারফর্ম করার জন্য এখন পর্যন্ত আমরা কনফার্ম করেছি সংগীতশিল্পী মাশা ইসলাম, ব্যান্ড কার্নিভাল, ব্যান্ড বাংলা ফাইভ, র‌্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমানকে। এ ছাড়া দেশের জনপ্রিয় ব্যান্ডসহ জনপ্রিয় সব শিল্পীর সঙ্গে কথা হচ্ছে। প্রতিদিনই আমাদের পারফরমারের লিস্ট বড় হচ্ছে। আশা করছি, সবাই মিলে বড় কিছু করতে পারব।’

কনসার্টের টিকিট মূল্যের বিষয়ে সানি বলেন, ‘এটি একটি ফান্ড রাইজিং কনসার্ট। এখানে আমরা মাত্র ৫০০ টাকা মূল্যের টিকিট রেখেছি। এ ছাড়া ৫০০ টাকার ওপরে কেউ যদি ডোনেশন দিতে চান সেই ব্যবস্থায়ও রাখা হয়েছে।’

আহমেদ হাসান সানি বলেন, ‘কনসার্টটি কোনো ব্যক্তিগত আয়োজনের নয়। তাহলে প্রশ্ন আসতে পারে এটি আসলে কিসের কনসার্ট? এ কনসার্ট হচ্ছে পৃথিবীতে এত এত জেনোসাইড হচ্ছে, সেসব নিয়ে বর্তমানে একত্রে খুব বেশি কেউ কথা বলছেন না। কিন্তু আমরা বলতে চাই। বাংলাদেশের জন্ম একটি জেনোসাইডের মধ্য দিয়েই। আমাদের স্বাধীনতা সংগ্রামকালেও বহু শিল্পী পৃথিবীর নানা প্রান্ত থেকে এই একই কথা বলেছেন, গণহত্যা বন্ধ করো। আমরা তাদেরই উত্তরসূরী। তাদের সেই বলার সাহস নিয়েই আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট থেকে আমাদের এই আয়োজন।’

পরিকল্পনা জানিয়ে আহমেদ হাসান সানি বলেন, ‘এখানে সবাই নিজেদের ইচ্ছায় অংশগ্রহণ করতে পারবেন। কনসার্টের পাশাপাশি কার্টুনিস্ট মোরশেদ মিশু শহরের দেয়ালে দেয়ালে ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন। আমরা দুজনই প্রথম ফিলিস্তিনের জন্য কিছু করার তাগিদে এক হয়েছি। কনসার্টের ভাবনা ভেবেছি। এখানে যেকোনো শিল্পী তার যেকোনো কাজ নিয়ে আমাদের সঙ্গী হতে পারবেন। হোক ছবি আঁকা, দেয়ালচিত্র তৈরি বা যেকোনো কিছু।’

ফান্ডে জমা হওয়া টাকার হিসাব স্বচ্ছতার সঙ্গে নিয়মিত আপডেট দেওয়া হবে। মাইক্রোসাইটের মাধ্যমে ফান্ডের লাইভ আপডেট দেওয়া হবে। আর এ আয়োজনের সঙ্গে যারা যারা কাজ করতে চেয়েছেন তারা আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্টের সঙ্গে যার যার জায়গা থেকে সাড়া দিতে পারবেন বলেও জানান সানি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়