ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

তামিমের প্রশংসায় জায়েদ বললেন, আপনাকে ভুলব না

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১১ নভেম্বর ২০২৩   আপডেট: ১৬:৫৭, ১১ নভেম্বর ২০২৩
তামিমের প্রশংসায় জায়েদ বললেন, আপনাকে ভুলব না

চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে নানান চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। এবার এই নায়ককে প্রশংসায় ভাসালেন তামিম। 

ফলশ্রুতিতে তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন জায়েদ খান।  তিনি বলেন, ‘অনেক অনেক ধন্যবাদ, রেসপেক্ট তামিম ইকবাল ভাইকে। বিশ্বকাপ ক্রিকেটে আপনার অনুপস্থিতি আমাদের জন্য অনেক কষ্টের- আমরা আপনাকে ভুলব না।’

শুক্রবার ১০ অক্টোবর রাতে একটি অনলাইন শোতে হাজির হয়েছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এর আগে একই শোতে এসেছিলেন জায়েদ খান। তামিম ইকবাল উপস্থাপকের কাছে জানতে চান, আপনারা তো অনেক শো করেছেন। কোন শোটা (পর্বটা) ভালো হয়েছে?

আরো পড়ুন:

উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শোটাই। তখন তামিম বলেন, আমারটা বাদ দিয়ে বলুন। উপস্থাপক তবুও দ্বিধায় ভুগছিলেন। তখন তামিম তার দ্বিধা দূর করে বলেন, কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের?

তখন উপস্থাপক তামিমের কথায় সায় দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ মজা করেছিলেন? আপনি শোটা দেখেছেন?

তামিম উত্তরে বলেন, হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি- উনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এসব শোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর উনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।
 

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়