সব জল্পনা উড়িয়ে মুখ খুললেন তিশা
অভিনেত্রী তানজিন তিশার হাসপাতালে ভর্তি হওয়া, আত্মহত্যার গুঞ্জনে আজ সকাল থেকে শোবিজ অঙ্গনে তোলপাড় চলছে। চিন্তার ভাঁজ পড়ে তার ভক্ত ও সহকর্মীদের কপালে; যত সময় গড়াতে থাকে আরো ‘রহস্যময়’ হয়ে উঠে বিষয়টি। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ভর্তি ছিলেন তানজিন তিশা। এরই মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।
প্রকাশিত কিছু নিউজ ‘ভুল’ বলে মন্তব্য করেছেন তিশা। তার ভাষায়, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম, সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই; আমি এখন সম্পূর্ণ সুস্থ।’
আরো পড়ুন: হাসপাতালে তিশা, আত্মহত্যার চেষ্টার গুঞ্জন
আত্মহত্যা করার মানুষ তিশা নন। এ দিকে ঈঙ্গিত করে তিনি বলেন, ‘আরো একটু বিষয় বলতে চাই, আমার বাবা দুই বছর আগে মারা যায়; বিষয়টি আমাকে এতটাই শক্ত করেছে যে, এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নিব না।’
তিশা মনে করেন কিছু মানুষ তার ক্ষতি করেছেন এবং করার চেষ্টা করছেন। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ) যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে শিগগির আমার শুভাকাঙ্ক্ষিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করব।’
ঢাকা/শান্ত