ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

তিশার স্ট্যাটাসে ফারহানের নাম নিয়ে ধোঁয়াশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৬ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৫৯, ১৬ নভেম্বর ২০২৩

হাসপাতাল থেকে বাসায় ফিরেই চলমান আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন তিনি। কিন্তু এ স্ট্যাটাস নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বলে রাখা ভালো, দেশের বেশ কটি গণমাধ্যম খবর প্রকাশ করে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিশা। কিন্তু তার সঙ্গে সম্পর্কের টানাপড়েন থেকে ‘আত্মহত্যার চেষ্টা’ করেন এই অভিনেত্রী।

আরো পড়ুন:

‘ঘুমের ঔষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ খবরটি মিথ্যা বলে দাবি করেছেন তিশা। কিন্তু মুশফিক আর ফারহানকে নিয়ে টুঁ-শব্দটিও করেননি স্ট্যাটাসের মূল লেখায়। কিন্তু স্ট্যাটাসের শেষে তিশা ইংরেজি হরফে লিখেন— ‘মুশফিক আর ফারহান’।

এসব কারণে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা; তাদের প্রশ্ন, তবে কি তিশার ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছেন মুশফিক? আবার কেউ কেউ ধারণা করছেন, তিশাকে এই স্ট্যাটাসের লেখাটি লিখে মেসেঞ্জারে পাঠিয়েছেন মুশফিক আর ফারহান। ইনবক্স থেকে কপি করে তিশা ওয়ালে পেস্ট করে পোস্ট করেছেন। কিন্তু খেয়াল করেননি ফারহানের নামটি রয়েছে গেছে। যদিও সঠিক তথ্যটি জানা যায়নি।

তবে কিছু সময় পর তিশা তার স্ট্যাটাসটি সম্পাদনা করেন। আর তাতে কয়েকটি বাক্য যুক্ত করেন। যাতে লেখা রয়েছে— ‘এবং মুশফিক আর ফারহান আর আমাকে নিয়ে যে কথাটা হচ্ছে সেটা নিয়েও আমি সবার সামনে সবকিছু ক্লিয়ার করছি, মুশফিক আর ফারহান এবং তার সাথে জড়িত সবাইকে নিয়ে। এখন কাজে মনোযোগ দেওয়া যাক।’ এর কিছুক্ষণ পর এই কয়েকটি বাক্য দিয়ে নতুন আরেকটি স্ট্যাটাস দেন তিশা। এ নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা। কিন্তু কারণটা অজানা।

পড়ুন: সব জল্পনা উড়িয়ে মুখ খুললেন তিশা

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়