সালমানের হাতঘড়িটির মূল্য কত?
ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটর সাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা।
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তারও গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। বিশেষ করে নিরাপত্তাজনতি কারণে ব্যয়বহুল গাড়ি ব্যবহার করে থাকেন তিনি। এবার তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের। কারণ এ ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে!
কয়েক দিন আগে দীপবলি উপলক্ষে বোন অর্পিতার বাড়িতে গিয়েছিলেন সালমান খান। তারই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, ক্যাজুয়াল লুক আনতে সালমান পরেছেন কালো রঙের স্টাইলিস্ট শার্ট। সবকিছু ছাপিয়ে সালমানের হাতঘড়িটি নজর কেড়েছে নেটিজেনদের।
দ্য ইন্ডিয়ান হোরোলজির বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, সালমানের হাতের ঘড়িটি ‘রোলেক্স’ ব্র্যান্ডের। বিশ্বের বিলাসবহুল হাতঘড়ির জগতে অন্যতম ব্র্যান্ড এটি। এ ঘড়ির মূল্য ২.৯ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৮ লাখ টাকার বেশি)। ঘড়িটির এত মূল্য দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা।
সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। বরাবরের মতো এ সিনেমায়ও তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। গত ১২ নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।
ঢাকা/শান্ত