ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

শিল্পীদের প্রতি অভিনয়শিল্পী সংঘের আহ্বান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২১ নভেম্বর ২০২৩  
শিল্পীদের প্রতি অভিনয়শিল্পী সংঘের আহ্বান

কিছু দিন আগে মারা গেছেন ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু। তার মৃত্যু নিয়ে তৈরি হয় জটিলতা। বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নেয়। এ ঘটনার কিছু দিন পর আলোচনার জন্ম দেন ছোট পর্দার আরেক অভিনেত্রী তানজিন তিশা। ঘুমের ওষুধ সেবন, হাসপাতালে ভর্তি, সাংবাদিকদের হুমকি, ডিবি কার্যালয়ে গিয়ে অভিযোগ জানানো— এসব বিষয় নিয়ে চর্চায় পরিণত হয়েছেন এই অভিনেত্রী।

এদিকে টেলিভিশন অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে শিল্পীদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির শুরুতে অভিনয়শিল্পীদের উদ্দেশ্য বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে আমরা সবাই মিলে একটি সুন্দর ইন্ডাস্ট্রি তৈরিতে নিরলসভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি। শুধু নিজের পেশা নয়, সেই সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য শাখা যেমন: নাট্যকার, পরিচালক, প্রযোজক, কলাকুশলীসহ টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং বিশেষ করে সংবাদমাধ্যম ও তার বিনোদন সাংবাদিকরাও আমাদের পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকলকে সাথে নিয়েই আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।’

আরো পড়ুন:

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কথা বলার সময়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘মাঝে মাঝেই বিভিন্নজনের সাথে আমাদের মতবিরোধ, ভুল বোঝাবুঝি এমনকি কখনো কখনো অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমাদের সকলকেই একটু সহনশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে আমরা অভিনয়শিল্পীরা, আমাদের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলার ক্ষেত্রে ভীষণ সচেতন থাকা দরকার। যাতে আমাদের ইন্ডাস্ট্রির কেউ আমাদের কথায় কষ্ট না পান; অসম্মানিত না হন। অভিনয়শিল্পীদের লাখ লাখ ভক্ত ও অনুসারীরাও যেন তার প্রিয় শিল্পীর কোনো আচরণে আহত না হন এবং অশ্রদ্ধা না করেন।’

অভিনয়শিল্পীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘একসাথে চলতি পথে সমস্যা হবেই এবং তার সমাধানও হবে। সবাইকে এ বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। প্রয়োজনে আপনি আপনার অগ্রজ ও শ্রদ্ধার অভিনয়শিল্পীর সাথে আলোচনা করুন। অভিনয়শিল্পী সংঘের সাথে আপনার সমস্যা নিয়ে কথা বলুন। আমরা সবসময়ই যে কোনো সংকটে আপনার পাশে আছি, ছিলাম এবং থাকব। কিন্তু অসংযত হয়ে আমরা গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বলব না, যাতে আমাদের সহযাত্রী আমাদের ভুল বুঝবেন।’

অভিনয়শিল্পীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত অভিনয়শিল্পী সংঘ। তা জানিয়ে বলা হয়েছে, ‘অভিনয়শিল্পীর সাইবার নিরাপত্তার জন্য ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে। অভিনয়শিল্পীর আইনগত সহায়তা ও পরামর্শের জন্য আমাদের লিগ্যাল উইং আছে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরামর্শের জন্য আমাদের বিভিন্ন আয়োজন আছে। আপনার যে কোনো প্রয়োজনে আমরা সবসময় আছি। তাই উক্ত বিষয়ে সকল অভিনয়শিল্পীদের সচেতন হবার জন্য বিনীত অনুরোধ করছি। পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সুন্দর কর্ম পরিবেশ গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়