ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘আলু জি’ বলায় আলিয়ার কী প্রতিক্রিয়া?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:৫১, ২৩ নভেম্বর ২০২৩
‘আলু জি’ বলায় আলিয়ার কী প্রতিক্রিয়া?

মাথার চুলগুলো ছেড়ে দেওয়া। পরনে ব্রিক-রেড কালারের প্লেসুইট; রং মিলিয়ে পায়ে পরেছেন হিল। এমন সাজে সাবলীল ভঙ্গিতে রেড কার্পেটে হাঁটেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

আলিয়া ভাটের আবেদনময়ী লুক ছাড়িয়ে পাপারাজ্জিদের বলা কয়েকটি শব্দ আলাদাভাবে নজর কেড়েছে। রেড কার্পেটে পা রাখার পরই পাপারাজ্জিরা বলতে থাকেন, ‘আলু জি ক্যামেরার দিকে তাকান।’ শুরুতে ‘নতুন ডাকনাম’ শুনে কিছু বলেননি আলিয়া। কিন্তু টানা যখন ‘নতুন ডাকনাম’ বলতে থাকেন, তখন আলিয়া প্রশ্ন করেন, ‘আলু জি, এটা নতুন কি শুরু করলেন?’ এ প্রশ্ন করেই হেসে ফেলেন আলিয়া ভাট।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার (২২ নভেম্বর) মুম্বাইয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আলিয়া ভাট। সেখানে সাংবাদিকদের ক্যামেরায় পোজ দেওয়ার সময় আলিয়াকে এই নতুন নামে ডাকেন তারা।

আরো পড়ুন:

আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন’। গত ১১ আগস্ট মুক্তি পায় এটি। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে আলিয়ার। এটি পরিচালনা করেছেন টম হার্পার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়