ওটিটি প্ল্যাটফর্মে এবার ‘দিন: দ্য ডে’
চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডি-তে।
বঙ্গ বিডির হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘অনন্ত জলিল দেশের একজন সুপারস্টার। মানুষ উনাকে পছন্দ করেন। তাই উনার সিনেমা চলবেই, তা যেকোনো ফর্মেই হোক। আমাদের সৌভাগ্য যে আমরা উনার এই দিন-দ্য ডে সিনেমাটি আমাদের প্ল্যাটফর্মে আনতে পেরেছি।’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
বাংলাদেশ ছাড়াও এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে ইরান, তুরস্ক, আফগানিস্তানে বিভিন্ন স্থানে। গল্পের প্রয়োজনে নতুনত্ব আনাসহ যতটা বাস্তবভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তোলা যায়, সে লক্ষ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির শুটিং করা হয় এবং আন্তর্জাতিক একটা ফিল আনতে ‘দিন-দ্য ডে’ টিম অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান অনন্ত জলিল।
এ সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসগোষ্ঠী দমনে বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। অ্যাকশনে ভরপুরের পাশাপাশি থাকবে পারস্য সভ্যতার আমেজ।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনন্ত জলিলের বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।
উল্লেখ্য, ‘দিন: দ্য ডে’ সিনেমা ২০২২ সালের ঈদুল আজহায় বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশে ৫টি ভিন্ন ভিন্ন ভাষায় মুক্তি পায়।
ঢাকা/শান্ত