ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নির্বাচনে অংশ নেবেন ডলি সায়ন্তনী

প্রকাশিত: ১৭:৩৫, ২৮ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪৩, ২৮ নভেম্বর ২০২৩
নির্বাচনে অংশ নেবেন ডলি সায়ন্তনী

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন এই শিল্পী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে বিএনএমের হয়ে অংশ নেবেন তিনি।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর গুলশানে ‘বিএনএম’-এর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহজাহানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন তিনি। তবে গত রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন ডলি সায়ন্তনী।

এ প্রসঙ্গে ডলি সায়ন্তী বলেন, ‘এ দল থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। এরপরে চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। আমি যদিও এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করিনি। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আশা করছি, সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হবো। আমার এলাকার মানুষের উন্নয়নে কাজ করব।’

আরো পড়ুন:

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়