ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

রণবীরের এ সিনেমা শিশুদের জন্য নয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:২০, ২৯ নভেম্বর ২০২৩
রণবীরের এ সিনেমা শিশুদের জন্য নয়

ভারতের আলোচিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। তার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

কয়েক দিন আগে সিনেমাটি ভারতের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে; তবে ‘এ’ সার্টিফিকেট প্রদান করেছে বোর্ড। শুধু তাই নয়, ববি দেওলের ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তা ছাড়াও আরো বেশ কিছু সংশোধনের পরামর্শ দিয়েছে বোর্ড। এবার সিনেমাটির পরিচালক জানালেন, এ সিনেমা তিনি তার ছেলেকেও দেখাতে চান না।

দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙা বলেন, ‘আমার পরিবারে ৮ মাস থেকে ১৭ বছর বয়সী শিশু আছে। এ সিনেমা তাদের জন্য নয়। আমি আমার পুত্র অর্জুন, আমার ভাই-বোনের শিশুদেরকে এ সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখার কথা বলব না।’

আরো পড়ুন:

যুক্তরাজ্যে মুক্তি পাবে ‘অ্যানিমেল’ সিনেমা। বৃটিশ সেন্সর বোর্ড এ সিনেমাকে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়েছে। কারণ হিসেবে উল্লেখ করেছে সিনেমাটিতে খুন, পারিবারিক সহিংসতা, মারামারি ও রক্তাক্ত দৃশ্য রয়েছে।

‘অ্যানিমেল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। এছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, শক্তি কাপুর, প্রেম চোপড়া, রবি গুপ্তা প্রমুখ। এটি প্রযোজনা করছেন গুলশান কুমার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়